RSS

Monthly Archives: March 2022

এপিস মেলিফিকা

Apis: for stinging pain & edema

মোমাছির হুলের বিষ (এ্যাপিয়াম ভাইরাস) হতে এপিস মেল প্রস্তুত করা হয়।

এপিসের রোগীরা গরমে কষ্ট পায়, হুলফুটানো তীক্ষ্ণ ব্যথা অনুভব করে। এপিসের রোগীদের তীব্র আবেগ। এরা অনুরাগী, ঈর্ষান্বিত, যৌনতায় সক্রিয় এবং সহজেই উত্তেজিত হয় কিন্তু  জবুথবু। সহজেই হাত হতে জিনিস পড়ে যায়।

শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব, তীক্ষ্ণ ব্যথা যা গরমে বৃদ্ধি পায়।

মানসিক:

ঈর্ষান্বিত হয়ে অসুস্থ হয়, রাগে ফেটে পড়ে, বিরক্তবোধ করে। জিহ্বায় তীক্ষ্ণ হুলফোটানো ব্যথা।

অস্থিরতা, ব্যস্ততা, উন্মাদনা।

অকারণে কান্নাকাটি করে।

রোগী খিটখিটে, অসুস্তুষ্ট, নিরুৎসাহিত।

পাখি, পিন ও মৃত্যুর ভয়। কথাবার্তায় বার বার মৃত্যুকে উপস্থাপন করে।

শারীরিক:

কিডনীর অকার্যকারিতার কারণে ওডিমেটাস, ড্রপসিকাল ফোলা।

বিভিন্ন জয়েন্টের প্রদাহ সহ ফোলাভাব, বিশেষ করে গোড়ালির ফোলাভাব।

চোখের চারপাশে বিশেষ করে চোখের নীচের পাতা ফুলে উঠে। ঠোঁট, হাত-পা ফুলে।

মৌমাছির হুল ফোটার মত জ্বালাকর হুল ফোটানো ব্যথা।

আনাড়িভাব। হাত হতে সহজেই জিনিসপত্র পড়ে যায়। ধরে রাখতে পারে না।

ইরিসিপেলাটাস প্রদাহ।

মুখ, হাত, পিঠে আর্টিকারিয়া যা ঠান্ডা প্রয়োগে ভাল বোধ করে। রাতে, ঘেমে গেলে, ব্যায়াম করলে বৃদ্ধি পায়।

গরম ও জ্বালাপোড়া থাকা সত্ত্বেও তৃষ্ণাহীন।

বিরতিহীন জ্বর। বিকাল ৩টায় শীতভাব সহ জ্বর ও জ্বরের এ অবস্থায় তৃষ্ণা থাকে।

মলদ্বার শিথিল। মনে হয় মলদ্বার খোলা।

জ্বলন্ত ব্যথাসহ সিস্টাইটিস বা প্রস্রাবে ইনফেকশন। কুইংকের এনজিওনিউরোটিক শোথ। এ্যালার্জিক প্রতিক্রিয়া।

হ্রাস-বৃদ্ধি: তাপে বৃদ্ধি। ঠান্ডা প্রয়োগে উপশম।

Apis Mellifica (Apis)

Apis is prepared from the poison of the honey bee (Apium virus)

People suffering from heat and who have sharp, stinging pains. People with strong emotions, are passionate, jealous, sexually active and easily excited but also very awkward.

Oedematous swelling, stinging pain, worse from heat.

Mental:

Ailments from jealousy, rage, vexation. Have a sharp, stinging tongue.

Restlessness, busy, insanity.

Causeless weeping.

Irritable, dissatisfied. Discouraged.

Fear birds, pins, death.

Presentiment of death.

Physical:

Oedematous, dropsical swelling of the extremities due to dysfunction of kidneys.

Swelling, inflammation of joints, especially ankles.

Puffy swelling of eyelids, particularly around and under the eyes, swelling of lips, of hands and feet.

Burning, stinging pains (like a bee sting).

Awkwardness, clumsiness, drop things easily.

Erysipelatous inflammation.

Urticaria (face, extremities, back) better from cold applications worse from perspiration, night, exercise.

Thirstless despite the heat and the burning.

Intermittent fever, with a chill at 3pm and thirst.

Relaxed anus. The sensation of the open anus.

Cystitis with burning pain. Quincke’s angioneurotic oedema. Allergic reactions.

Modalities: Aggravation from heat, better from cold applications.

 
Comments Off on এপিস মেলিফিকা

Posted by on March 23, 2022 in HOMEOPATHY

 

প্রস্রাবে ইনফেকশন বা মূত্রাশয়ের প্রদাহ!!

Urine infection (Cystitis) মূত্রাশয়ের প্রদাহ!!

প্রস্রাবে ইনফেকশন অনেকের মধ্যে প্রায়শ:ই দেখা দেয়। ইনফেকশন কারো ক্ষেত্রে একিউট হলেও কারো  পুন: পুন এবং ক্রণিক আকার ধারণ করে। হোমিওপ্যাথিতে লক্ষণ ভেদে ১০০টির অধিক ওষুধ রয়েছে। লক্ষণ সাদৃশ্যে রোগীকে একটি মাত্র ওষুধ দেয়া হয়।

কারণ: প্রস্রাবে ইনফেকশনের বহু কারণ থাকতে পারে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো- সহবাসের পর ইনফেকশন বিশেষত: নব দম্পতির সহবাস যাকে হানিমুন সিস্টাইটিস বলে। এছাড়া ঠান্ডা লেগে, কোন আঘাতের পর ইনফেকশন হতে পারে।

প্রস্রাবে ইনফেকশনের ব্যথাটি মুত্রথলি, নেক অব ব্লাডার, মূত্রনালী বা কিডনী তথা পুরো মূত্রতন্ত্রের কোথাও না কোথাও হতে পারে।

ব্যথার প্রকৃতি জ্বালাকর, খোঁচামারা, কেটে ফেলার ন্যায়, ছিঁড়ে ফেলার ন্যায় যা অনিয়মিত ভাবে দেখা দিতে পারে।

ব্যথাটি ইউরেথ্রা, উরু, কিডনীতে প্রসারিত হতে পারে।

রোগী মনে করে যে মূত্রনালী বা মূত্রথলীতে একপ্রকার সংকোচন ভাব, খিঁচুনী বা স্পাজম ভাবও থাকতে পারে।

মুত্রথলির পূর্ণতাবোধ এবং সংকুচিতভাবও অনুভব করে রোগী।

মুত্র পূর্ণরূপে নি:সরণ না হয়ে অবশিষ্ট থেকে যায় এমন অনুভূতি। অসন্তোষজনক মুত্রত্যাগ যা রোগীকে অস্বস্তিতে ফেলে। মূত্র ক্ষীণ ধারায় গড়িয়ে আসে। কখনও বা একাধিক ধারায় প্রবাহিত হয়। মূত্র ঘন ঘন হতে পারে। এমনভাবে মূত্র নি:সরণ হয় যেন তা বাঁধাগ্রস্থ হচ্ছে অথবা অসাড়ে মূত্রত্যাগ হচ্ছে। কখনও বা মূত্ররোধ হয় বা প্রস্রাব আটকে, কোনভাবে প্রস্রাব হতে চায়না।

মূত্রত্যাগের বেগ ভোরে, ঘুম থেকে উঠামাত্র, রাতে, ঘন ঘন, একটানা বেগ, এমনকি মূত্রত্যাগ করার পরও বেগ থাকে। অনেক সময় নিষ্ফল বেগ ও হঠাৎ মূত্রত্যাগের বেগ হয়। ভয়ানক ব্যথাযু্ক্ত মূত্রত্যাগ হয়। ব্যথা মূত্র নি:সরণের সাথে সাথে বৃদ্ধি হতে থাকে বা মূত্রথলি খালি হতে থাকলে বৃদ্ধি পেতে পারে।

মূত্রের রং লাল, ঘন, সবুজ, বাদামী বা অন্য রংয়ের হতে পারে।

মূত্রের গন্ধ এ্যামোনিয়াযুক্ত, মিষ্টি, পঁচা দুর্গন্ধযুক্ত, ভায়োলেটের গন্ধ ইত্যাদি হতে পারে।

মূত্রের সাথে রক্ত মেশানো থাকতে পারে যা মূত্রত্যাগের পর, শুরুতে, মূত্রত্যাগকালীন বা শেষের দিকে দেখা দিতে পারে। মূত্রের সাথে রক্তাভ শ্লেষ্মা থাকতে পারে।

মুত্র ফেনাযুক্ত, পাতলা, গরম, তীক্ষ্ণ, উত্তেজক যা ক্ষত সৃষ্টি করে এমন হতে পারে।

প্রচুর পরিমাণে বা অনেক কম পরিমাণে মুত্রত্যাগ হতে পারে।

হ্রাস-বৃদ্ধিঃ

মূত্রত্যাগের আগে, সময়ে, পরে, মূত্রনি:সরণের শেষের দিকে বা শেষ হলে, মূত্রবেগ আসলেই বা বেগ আসার পরও বিলম্ব করলে রোগী লক্ষণ অনুভব করতে পারে।

রোগী চলাফেলা করলে, হাটাহাটি করলে লক্ষণ হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ঠান্ডা বা গরম বাহ্যিক প্রলেপে উপশম এবং ঠান্ডা লাগা হতে বা ঠান্ডা পরিবেশে থাকলে রোগ বৃদ্ধি পেতে পারে।

আনুষংগিক লক্ষণ হিসেবে জ্বর, শীতার্তভাব, পিপাসা বা পিপাসাহীনতা, যৌনাকাংখা, মূত্রনালীতে চুলকানো, মূত্রপাথর, খিটখিটে মেজাজ, প্রস্টেট গ্লান্ডের বৃদ্ধি, কিডনীর পাথর ইত্যাদি থাকতে পারে।

URINARY INFECTION

AETIOLOGY

Coition, from taking a cold, after injuries, new sexual relationship (honeymoon cystitis)

PAIN

Location: bladder, neck of bladder, urethra, kidney, etc.

Nature: burning, stitching, cutting, tearing, irregular, etc.

Extending: kidneys, thighs, urethra, etc.

Spasm: constriction, tenesmus, contraction, spasm of neck, etc.

Sensation: fullness, contraction

URINATION

Incomplete, unsatisfactory, dribbling, difficult, frequent, interrupted, involuntary, retention of urine, etc.

Urging: morning, waking on, night, frequent, constant, urination after, ineffectual, sudden, painful, violent, increases as volume of urine decreases, etc.

URINE

Color: red, dark, green, brown, etc.

Odor: offensive, smell of violets, sweetish, ammoniacal, etc.

Consistency: bloody (urination after, beginning of, middle of, end of), sediment (mucous, bloody), etc.

Nature: frothy, slimy, hot, acrid, excoriating

Quantity: scanty, copious

MODALITIES

Urination: before, during, at close of, after, during urging to urinate, if delayed, etc.

Motion (agg./amel.): jar, walking, etc.

Temperature: cold/warm applications, becoming cold, etc.

CONCOMITANTS

High fever/chills , thirst, sexual desire, itching in urethra, renal calculi, irritability, enlarged prostate, renal calculi, etc.

 
Comments Off on প্রস্রাবে ইনফেকশন বা মূত্রাশয়ের প্রদাহ!!

Posted by on March 21, 2022 in HOMEOPATHY

 

Homeopathic_Case_Taking!!

হোমিওপ্যাথিক চিকিৎসা সফলভাবে দিতে হলে রোগীর সার্বিক লক্ষণাবলী যাবতীয় হ্রাস-বৃদ্ধি সহ লিপিবদ্ধ করার অর্থ ৫০% কাজ সমাপ্ত হওয়া বা সফলতার ক্ষেত্রে ৫০% এগিয়ে যাওয়া। আজ আলোচনা করবো একটি অত্যন্ত সাধারণ কেস টেমপ্লেট নিয়ে। তবে রোগীর সুনির্দিষ্ট রোগভোগের ক্ষেত্রে হোমিওপ্যাথকে আরো যত্নশীল হয়ে অত্যন্ত ধৈর্য্য ও অধ্যবসায় সহকারে গভীরভাবে কেসটি নিতে হয়। অন্যথায় চিকিৎসা তথাকথিত হোমিওপ্যাথিক হলেও ফলাফল শুণ্য হবে।

কেস টেমপ্লেট:

প্রধান লক্ষণ/রোগ এবং হ্রাস-বৃদ্ধির ধরণ, অতীত রোগের ইতিহাস:

ব্যক্তিগত ইতিহাস (অতীত অসুস্থতা, গৃহীত চিকিৎসা, টীকা গ্রহণ):

সাধারণ:

তাপমাত্রা সম্পর্কীয় (গরম বা ঠান্ডার অনুভূতি) – ভিজা, শুষ্ক, ঝড়ো ইত্যাদি আবহাওয়া কিভাবে রোগলক্ষণকে প্রাভাবিত করে:

ঘাম (যেমন- ঘাম অনুপস্থিত, প্রচুর ঘাম, কোন অংশে):

পিপাসা ও তার ধরণ (যেমন- ২/১ চুমুক, অনেক পরিমাণে, ঠান্ডা বা গরম পানীয়ের ইচ্ছা):

ক্ষুধা (যেমন- অতিরিক্ত ক্ষুধা, ক্ষুধামন্দা, ক্ষুধা পরিবর্তনশীল, নির্দিষ্ট সময়সহ):

যে খাবারে রোগ বৃদ্ধি পায়:

যে খাবার খেতে ইচ্ছা:

যে খাবারে অনীহা/বিতৃষ্ণা:

ঘুম: (ঘুমের পজিশন, রাতে পা ঠান্ডা থাকে বা পা অনাবৃত করে, ঘুমের ভেতর মুখে লালা আসে, ঘুমের ভেতর দাঁতে দাঁত পিষে, বার বার স্বপ্ন):

মানসিক ও আবেগিক লক্ষণ:

বিতৃষ্ণা/ ঘৃণা/ আতংক:

লক্ষণীয়/ বিশিষ্ট মানসিক লক্ষণ (যেমন- খুব ভীরু, রক্ষণশীল, অত্যধিক কথা বলা, উদ্ধত):

মেজাজ (দু:খ, উদ্বেগ, অসন্তুষ্ট):

স্মৃতি (মনোযোগ, স্মৃতিশক্তির দুর্বলতা, কথা বা কাজ ভুলে যাওয়া):

শারীরিক লক্ষণ:

মাথা (মাথাব্যথা, ঘাম, উদ্ভেদ):

মুখ, নাক, কানের লক্ষণ:

শ্বাসতন্ত্রের ক্রিয়া:

হৃদপিণ্ডের ক্রিয়া:

গ্যাষ্ট্রোইনটেস্টাইনাল ট্রাক্ট অর্থাৎ মুখ, গলনালী, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলদার (ব্যথা, ঢেঁকুর, প্রসারণ/ফাঁপা ও হ্রাস-বৃদ্ধি):

মূত্রতন্ত্র (যেমন- দুর্গন্ধযুক্ত প্রস্রাব, দুর্বল প্রবাহ, শাখাবিভক্ত প্রবাহ):

যৌনাংগ ব্যবস্থা (যেমন- মহিলাদের অনিয়মিত মাসিক: বেদনাযুক্ত, প্রচুর, বিরতি, জমাট বাঁধা):

যৌনাকাংখা:

পিঠের অংশ, হাত-পা, জয়েন্ট (যেমন- ব্যথা, হ্রাস-বৃদ্ধির ধরণ, সংবেদনশীলতা):

চর্ম:

অন্যান্য:

নখ (যেমন- শক্ত, ভংগুর, পায়ের নখ ভিতরের দিকে বর্ধমান):

সর্বশেষ উচ্চ জ্বর:

পারিবারিক ইতিহাস:

লেভেল অব হেলথ্:

Main complaints and modalities, present illness history:

Personal history (past illnesses, medications, vaccinations):

Generals:

Temperature regulation (feels warm or cold) – how weather affects complaints (e.g. wet, dry, stormy weather):

Perspiration (e.g. inability to perspire, profuse perspiration, which parts):

Thirst and characteristics (e.g. for sips, for large quantities, desire for warm drinks, cold drinks):

Appetite (e.g. increased, decreased, changeable, specific time):

Foods that aggravate:

Desires:

Aversions:

Sleep: (position of sleep, cold feet at night or uncovers feet,

salivation during sleep, grinding of teeth during sleep, repeated dreams):

Mental & emotional symptoms:

Phobias:

Marked mental symptoms (e.g. too timid, reserved, excessive loquacity, haughty)

Mood (sadness, anxiety, discontented)

Memory-concentration: (e.g. weakness of memory, forgetful for words)

Physical symptoms:

Head (headaches, perspiration, eruptions):

Face, nose, ear:

Respiratory system:

Cardiovascular system:

Gastrointestinal system (pain, eructation, distention and modalities):

Urinary system (e.g. urination offensive, feeble stream, forked stream):

Genital system (e.g. menses in women, painful, copious, intermittent, clotted):

Sexual desire:

Back-extremities, joints (e.g. pains and modalities, sensations):

Skin:

Nails (e.g. hard, brittle, ingrowing toenails):

Other:

Latest high fever:

Family history:

Level of health:

 
Comments Off on Homeopathic_Case_Taking!!

Posted by on March 8, 2022 in HOMEOPATHY